
এম.পলাশ শরীফ,নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাটের মোরেলগঞ্জের হোগলাপাশা ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় এ মতবিনিময় সভায় মাষ্টার শশাংকর শেখর চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির নব নির্বাচিত সাধারণ সম্পাদক এ্যাড. মেহেদী হাসান ইয়াদ।
অন্যানোর মধ্যে বক্তৃতা করেন হোগলাপাশা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবুল হোসেন মোল্লা , সাধারণ সম্পাদক মাইনুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক নিজাম খান সহ যুবলদল, ছাত্রদল ও সেচ্ছাসেবক দল সহ সকল অংগসংগঠনের নেতৃবৃন্দ।
সভায় ৯নং ওয়ার্ডের সমদ্দার পাড়ায় শতাধিক সনাতন ধর্মাবলম্বী, ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের সাথে মতবিনিময় শেষে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষে প্রতিটি ঘরে ঘরে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌছে দিতে হবে।
