বাগেরহাট-৩ আসন: মোরেলগঞ্জ-শরণখোলার বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

এম.পলাশ শরীফ,বাগেরহাট।।

 

বাগেরহাট-৩, মোরেলগঞ্জ-শরণখোলা ও কচুয়া আসনের বিএনপি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।

বুধবার সকালে জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপনের নিজ বাসভবনে মতবিনিময় সভায় বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক রাসেল আল ইসলাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম মোল্লা, বিএনপি নেতা মতিউর রহমান বাচ্চু, পঞ্চকরণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন হাওলাদারসহ শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ।

প্রধান অতিথি কাজী খায়রুজামান শিপন বলেন, বিগত ১৭ বছর আপনাদের পাসে ছিলাম, এখনও আছি, একদিনও আপনাদের ছেড়ে কোথাও যায়নি। আমি নিজেও নাশকতা মামলার আসামি হয়েছি।

আপনারা ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর রাষ্ট্রসংস্কারের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট হাতে তুলে দিয়ে ঘরে ঘরে ছালাম পৌছে দিবেন।

আমি দলের দু:সময়ে ধানের শীষ প্রতীক দুই বার পেয়েছি। আশা করছি এবাও নমিনেশন পাবো ইনশাআল্লাহ। দেশে একটি ষড়যন্ত্র চলছে সকলে ঐক্যবদ্ধভাবে থাকুন। #

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ