
বাগেরহাট সংবাদদাতা:
বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ৫নং রামচন্দ্রপুর ইউনিয়নের কুমারখালী গ্রামে সম্প্রতি গভীর রাতে একটি আতঙ্কজনক ঘটনা ঘটেছে।
এলাকাবাসীর দাবি, প্রায়ই গভীর রাতে শত্রুপক্ষ কবির মোল্লার বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নাম পরিচয় দিয়ে চুড়ি ডাকাতি এবং মারামারি, কাটাকাটি হামলার চেষ্টা করছিল। শত্রুপক্ষের অচেনা লোকজন মোল্লা বাড়িতে এসে আতঙ্ক সৃষ্টি করায় মোল্লা পরিবার সতর্ক ছিল।
৪ নভেম্বর রাত তিনটার দিকে মোরেলগঞ্জ থানা পুলিশের দুই সদস্য পোশাক না পরিধান করে কবির মোল্লার বাড়িতে প্রবেশ করেন। ভুল বোঝাবুঝির কারণে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সামান্য ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। এক পর্যায়ে ষড়যন্ত্রমূলক মামলার আসামি রফিক মোল্লাকে গ্রেপ্তার করতে না পেরে মোল্লা পরিবারের চার সদস্যকে কোনো মামলা বা ওয়ারেন্ট ছাড়া পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হয়।
তবে, ষড়যন্ত্রমূলক মামলার আসামি রফিক মোল্লা নিজেই আইনের প্রতি শ্রদ্ধা রেখে প্রশাসনের প্রতি আস্থা জ্ঞাপন করে স্বেচ্ছায় থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করেন।
এ বিষয়ে মোল্লা পরিবারের পক্ষ থেকে জানতে চাইলে কবির মোল্লা বলেন, “আমাদের কিছু শত্রু আছে, যারা মাঝেমধ্যে এসে আমাদের পরিবারের ওপর হামলা চালায়। এজন্য কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, আমি এজন্য দুঃখিত।
” কবির মোল্লা আরো বলেন, “আমাদের পরিবারের সদস্যদের থানা কর্তৃপক্ষ ডেকে নিয়ে আসেন এবং যেহেতু তাদের বিরুদ্ধে কোন মামলা বা ওয়ারেন্ট ছিল না, সেজন্য পুলিশ প্রশাসন তাদেরকে সম্মানের সঙ্গে ছেড়ে দিয়েছে। মোল্লা পরিবারের পক্ষ থেকে আমরা মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেবকে ধন্যবাদ জানাই।”
এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি মোঃ আরিফুল ইসলাম বলেন, “কানিজ আখতার, জান্নাতি বেগম, ফারিয়া আখতার সহ চারজনের বিরুদ্ধে কোন মামলা বা ওয়ারেন্ট ছিল না। তাদেরকে মুক্তি দেওয়ায়, ওসি সাহেবের প্রতি আমাদের আন্তরিক ধন্যবাদ প্রকাশ করছে।