
হবিগঞ্জ জেলা সংবাদদাতা।।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের মহদিরকোনা গ্রামের মৃত বাবর আলীর পুত্র আফরোজ মিয়ার বিরুদ্ধে খড়ের গাদায় রাতের আধারে অগ্নিকান্ড সহ বিভিন্ন চুরির অভিযোগ তুলেছেন এলাকাবাসী।।
বিগত এক বছর যাবৎ রাতের আধারে খড়ের গাদায় আগুন,পুকুরের মাছ চুরি, গাছ চুরি, মটর চুরি সহ কথিত আফরোজ মিয়া (৩৫) এর বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ তুলেছেন মহদিরকোনা গ্রামবাসী।
গত ৩১ অক্টোবর রাত ১ ঘটিকায় সময় মহদিরকোনা গ্রামের বীর মুক্তিযুদ্ধা রফিকুল ইসলাম তালুকদার এর ছেলে মইনুল ইসলাম রিয়াদ ঘর থেকে বাহিরে গেলে তার খড়ের গাদায় আগুন জলে দেখতে পেয়ে সুর চিৎকার শুরু করে। রিয়াদের হাতে থাকা টর্চ লাইট দিয়ে আফরোজ মিয়া ও তার সহযেগিরা পালিয়ে যেতে দেখতে পায়।।
পরে বাড়ীর লোকজন ঘুম থেকে উঠার পর আফরোজকে চিনতে পেরেছে বলে জানায়। পর দিন সকাল ১০ ঘটিকায় স্হানীয় ইউপি সদস্য শফিক মিয়া সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গকে বিষয়টি জানান রফিকুল ইসলাম। একই দিন বিকালে চুনারুঘাট থানায় আফরোজ মিয়া ও তার ছোট ভাই শফিক মিয়ার বিরুদ্ধে পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়। খড় পুরানোর অভিযোগটির বাদী হলেন রফিকুল ইসলাম তালুকদার এবং মটর চুরির অভিযোগটি দায়ের করেন একই গ্রামের আহাম্মদ আলী তালুকদার।
এলাকাবাসীর অভিযোগ বেশ কিছু দিন যাবৎ এলাকার বিভিন্ন জিনিস চুরি হচ্ছে। গোয়ালঘরে আগুন, গাছ,মাছ সহ বিভিন্ন অপকর্মের মূল হোতা আফরোজ।
আফরোজের বিরুদ্ধে বেশকটি মামলার ওয়ারেন্ট রয়েছে বলে জানান এ মামলা সাক্ষী বিএনপি নেতা গোলাম জাকারিয়া তালুকদার।
এ বিষয়টি ইউনিয়ন পুলিশ বি অফিসার রিপটন পুরকায়স্থ জানান আমরা খুব চেষ্টা করছি আফরোজকে গ্রেফতার করতে। খুব শীঘ্রই আফরোজ এর খোজ পাওয়ার সাথে সাথেই তাকে গ্রেফতার করতে বাধ্য হবো।