দুবলারচরে হরিণ শিকারীদের হামলায় শরণখোলা রেঞ্জ কর্মকর্তা আহত

জুয়েল হাওলাদার,শরণখোলা সংবাদদাতা:

 

দুবলার আলোরকোলের ডিমেরচরে সোমবার দুপুরে হরিণ শিকারীদের হামলায় আহত হয়েছেন সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা রানা দেব।

আহত রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব জানান, সোমবার (৩ নভেম্বর) বেলা দেড়টার দিকে দুবলার আলোরকোল এলাকার ডিমেরচর বনাঞ্চলে হেটে টহলের সময় বনের মধ্যে হরিণ ধরার জন্য শিকারীদের পেতে রাখা ফাঁদ দেখতে পান।

এ সময় বনের মধ্যে তল্লাশি করে ৪/৫ জন লোক দেখতে পেয়ে তাদের ধরার জন্য বনরক্ষীরা ধাওয়া করে। এসিএফ রানা দেব দৌড়ে একজন শিকারীকে ধরে ফেলেন।

এ সময় অন্য শিকারীরা এসিএফকে বেধড়ক মারধর করে ধরে রাখা শিকারীকে ছিনিয়ে নিয়ে বনের মধ্যে পালিয়ে যায়।
্বনরক্ষীরা ঘটনাস্থল থেকে ১৮টি হাঁটা ফাঁদ জব্দ করেন।

আহত এসিএফ কে দুবলার অস্থায়ী স্বাস্থ্য সেবা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ সুহাস রন্জন হালদার বলেন, মারধরে আহত এসিএফের আভ্যন্তরীন আঘাতের বিস্তারিত বুঝতে তাকে দ্রুত এক্সরে করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ