পঞ্চগড়ে ২৫০ শয্যার হাসপাতালটি চালুর উদ্যোগে ১০ লাখ টাকা অনুদান দিয়েছে জামায়াত

উমর ফারুক, পঞ্চগড়।

 

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের বর্ধিত ২৫০ শয্যার নতুন ভবন পড়ে আছে দীর্ঘদিন ধরে। স্থানীয়দের আর্থিক সহায়তায় হাসপাতালটি চালুর উদ্যোগ নেয় পঞ্চগড়ের জেলা প্রশাসক। হাসপাতালটি চালু করতে স্বাস্থ্য সহায়তা তহবিলে ১০ লাখ টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

জানা যায়, হাসপাতালটি চালু করা নিয়ে সম্প্রতি আলোচনা সভার আহ্বান করে জেলা প্রশাসন। সভায় জেলা বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তি পর্যায়ে বিভিন্ন অংকের অনুদান প্রদানে আশ্বাস প্রদান করা হয়।

এরই ধারাবাহিকতায় স্বাস্থসেবা উন্নয়নে গঠিত স্বাস্থ্য সহায়তা তহবিলে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ১০ লাখ টাকা প্রদান করা হয়। রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসকের হাতে অনুদানের চেক তুলে দেন জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম।

এসময় সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন, গণঅধিকার পরিষদের জেলা শাখার আহ্বায়ক মাহফুজুর রহমান, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার জেলা শাখার সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার সভাপতি আব্দুল হাই, খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মীর মোর্শেদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ