বাগাতিপাড়ায় জাতীয় সমবায় দিবস পালিত

ফজলুর রহমান, নিজস্ব সংবাদদাতা:

 

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই শ্লোগানে নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

১লা নভেম্বর বাগাতিপাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে জাতীয় সঙ্গীতের সাথে তাল মিলিয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

পরে সেখান থেকে একটি র‍্যালী বের হয়ে পরিষদের প্রধান প্রধান রাস্তা পদক্ষিন শেষে বড়াল সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক সাজেদুর রহমানের সঞ্চালনায় ও উপজেলা সমবায় অফিসার ইবনে জামান মোঃ ফয়জুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে সমবায় দিবসটি উপলক্ষে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান, জামায়াতের আমির মাওলানা এ কে এম আফজাল হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক নেতারা।

অনুষ্ঠানে উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ভবসিন্ধু রায়, সমাজসেবা অফিসার মিজানুর রহমান, উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিগন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ