
নিজস্ব প্রতিবেদক বাগেরহাট।।
বাগেরহাটের মোরেলগঞ্জের ১১ নং বহরবুনিয়া ইউনিয়নের ঘষিয়াখালীতে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিরজোর, উত্তর ফুলহাতা ও ফকিরবাড়ি গ্রাম থেকে হিন্দু সম্প্রদায়ের শতাধিক নারী পুরুষ নিয়ে মতবিনিময় সভায় উপস্থিত হয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক সাইফুল ইসলাম সোহাগ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন। বিশেষ অতিথির বক্তৃতা করেন পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক রাসেল আল ইসলাম, বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ, বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক তরুন নেতা সাইফুল ইসলাম সোহাগসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুন নাছির রাখি।