ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ জেলা শেরপুর, শ্রেষ্ঠ পুলিশ সুপার আমিনুল ইসলাম

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর।

 

ময়মনসিংহ রেঞ্জের সেপ্টেম্বর মাসের সামগ্রিক কর্মমূল্যায়নে “শ্রেষ্ঠ জেলা” ও “শ্রেষ্ঠ পুলিশ সুপার” হিসেবে পুরস্কার অর্জন করেছেন শেরপুর জেলার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

বুধবার (২৯ অক্টোবর) ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়ার সভাপতিত্বে সেপ্টেম্বর-২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় রেঞ্জের আওতাধীন জেলাসমূহের মধ্যে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, আভিযানিক সাফল্য, জন-গ্রহণযোগ্যতা এবং অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে কর্মমূল্যায়ন করা হয়। এ মূল্যায়নে শেরপুর জেলা ‘শ্রেষ্ঠ জেলা’ ও পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম ‘শ্রেষ্ঠ পুলিশ সুপার’ নির্বাচিত হন।

পরে শ্রেষ্ঠ জেলা ও শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়ার হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দসহ রেঞ্জভুক্ত জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।

রেঞ্জ ডিআইজি কর্তৃক প্রদত্ত এই সম্মাননা শেরপুর জেলা পুলিশের প্রতিটি সদস্যকে দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও জনসেবায় আরও অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

 

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ