ভোক্তা অধিকারের অভিযানে নড়াইলে দুই ব্যবসায়ীকে জরিমানা

মো: রফিকুল ইসলাম,নড়াইল।

 

নড়াইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই ব্যবসায়ীকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে রূপগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় নিয়ম বহির্ভূত কার্যক্রমের দায়ে মেসার্স সৌরভ ফার্মেসিকে ১২ হাজার টাকা এবং মেসার্স কুন্ডু বাণিজ্যালয়কে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সরকারি পরিচালক শামীম হাসান, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নড়াইল জেলা শাখার সভাপতি মলয় কান্তি কুন্ডু,সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমানসহ ক্যাবের অন্যান্য সদস্যরা।

ভোক্তা অধিকার সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ