ছাগলনাইয়ায় আশ্রায়ণ সড়কের কাজ বন্ধ, দুর্ভোগে ২০০ পরিবার

এম. নিজাম উদ্দীন মজুমদার সজিব, ছাগলনাইয়া (ফেনী)

​ফেনীর ছাগলনাইয়ায় একটি আশ্রায়ণ প্রকল্পের সংযোগ সড়কের নির্মাণকাজ প্রায় পাঁচ মাস ধরে বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছে দুই শতাধিক পরিবার। উপজেলার ৯ নং শুভপুর ইউনিয়নের পূর্ব জয়চাঁদপুর গ্রামে অবস্থিত এই সড়কটি সংস্কারের জন্য খোঁড়ার পর কাজ বন্ধ হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই এটি পানিতে তলিয়ে যাচ্ছে। এতে ওই আশ্রায়ণ প্রকল্পে বসবাসকারী ৪৫টি পরিবারসহ স্থানীয়দের দৈনন্দিন চলাচল প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

​স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ছাগলনাইয়ার বাস্তবায়নে ‘নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ (IRIDFPNFL)-এর আওতায় সড়কটির নির্মাণকাজ চলছে। মেসার্স এম এম ব্রাদার্স নামের ঠিকাদারী প্রতিষ্ঠানটি এক কোটি ১১ লাখ ৮২ হাজার টাকা ব্যয়ে ৮০০ মিটার দীর্ঘ ও ১০ ফুট প্রস্থের এই কাজটি পায়। ২০২৪-২৫ অর্থবছরে শুরু হওয়া এই প্রকল্পের কাজ ২০২৫ সালের মার্চ মাসে শুরু হয়ে ২০২৬ সালের এপ্রিলের মধ্যে শেষ হওয়ার কথা। তবে, প্রায় ২০ শতাংশ কাজ সম্পন্ন হওয়ার পর গত চার থেকে পাঁচ মাস ধরে নির্মাণকাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে।

​ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা জানান, সংস্কার কাজের জন্য সড়কটির মাটি কেটে ফেলায় সেটি স্বাভাবিকের চেয়ে নিচু হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতেই পানি জমে যায় এবং অতিবৃষ্টিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে সড়কটি দিয়ে চলাচল একদম বন্ধ হয়ে যায়। তখন বিকল্প হিসেবে নৌকা ব্যবহার করতে হয়। তারা আরও জানান, এই পরিস্থিতিতে কোনো মানুষ মারা গেলে তাকে কবরস্থ করতে কিংবা গর্ভবতী নারী ও মুমূর্ষু রোগীদের দ্রুত হাসপাতালে নিতে অবর্ণনীয় ভোগান্তিতে পড়তে হয়।

​কাজের ধীরগতি ও দীর্ঘ সময় ধরে বন্ধ থাকার বিষয়ে উপজেলা প্রকৌশলী মোঃ তৌহিদুল ইসলাম জানান, বিষয়টি তাদের নজরে এসেছে এবং ঠিকাদারের সাথে কথা হয়েছে। তিনি বলেন, “বৃষ্টির কারণে কাজ বন্ধ ছিল। যেহেতু বর্ষা মৌসুম চলে গেছে, অতি শীঘ্রই সড়কের কাজ পুনরায় শুরু হবে এবং দ্রুত সময়ের মাঝে সম্পন্ন করা হবে।”

​ভূমিহীন ও অতি দরিদ্র মানুষগুলোর জন্য সরকারিভাবে নির্মিত আশ্রায়ণে বসবাসকারী পরিবারগুলোসহ প্রায় দুই শতাধিক পরিবারের যাতায়াতের এই একমাত্র সড়কটির কাজ দ্রুত সম্পন্ন করে চলাচলের সুযোগ করে দেয়ার জন্য জোর দাবি জানিয়েছে এলাকাবাসী।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ