ফেনীতে সীমান্তে ১০ মাসে ৭১০ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, আটক ৩৭০ আসামী

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

ফেনীর বিভিন্ন সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে এক কোটি এক লক্ষ চল্লিশ হাজার পাঁচশত টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে। সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করে।

​গোপন সংবাদের ভিত্তিতে ৪ বিজিবি’র টহল দল এসব এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, চকলেট, চশমা ও ঔষধ জব্দ করা হয়। এসময় মালামাল পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও আটক করা হয়েছে। এর আগে, শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) ফেনী জেলার ফুলগাজী, পরশুরাম এবং চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার বিভিন্ন সীমান্ত এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে ১ কোটি ২০ লক্ষ ৫ হাজার ১২৫ টাকা মূল্যের ভারতীয় শাড়ী, তৈরী পোশাক এবং গরু জব্দ করা হয়েছিল।

​সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধের অংশ হিসেবে বিজিবি এসব অভিযান পরিচালনা করছে। বিজিবির উত্তর-পূর্ব রিজিয়নের (সরাইল) তথ্য অনুযায়ী, চলতি ২০২৫ সালের শুরু থেকে অক্টোবর পর্যন্ত পরিচালিত বিভিন্ন অভিযানে মোট ৭০৯ কোটি ৯৪ লক্ষ ৫২ হাজার ২৬৪ টাকার চোরাচালানী মালামাল আটক করা হয়েছে। এসব ঘটনায় ৩৭০ জন আসামীকে আটক করা হয়। এই পরিসংখ্যান গত ২০২৪ সালকেও ছাড়িয়ে যাওয়ার পথে, সে বছর মোট ৭৫৪ কোটি ১৫ লক্ষ ৫ হাজার ৭৮২ টাকার মালামাল ও ৪২৪ জন আসামী আটক হয়েছিল।

​ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক নিশ্চিত করেছেন যে, সোমবার জব্দকৃত মালামাল পরবর্তী কার্যক্রমের জন্য স্থানীয় কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, মাদকের অবৈধ পাচার, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে ব্যাটালিয়নের গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে।

​চলতি বছরে সরাইল রিজিয়নের অধীন ইউনিটগুলোর অভিযানে আটককৃত উল্লেখযোগ্য মালামালের মধ্যে রয়েছে ৪,২০২টি গরু, ১,২৮৬টি মহিষ, ২,৫৬৯টি মোবাইল ফোন, ৮২,৭১০ পিস শাড়ি, ৭,৪১৯টি যানবাহন, ১১ লক্ষ ৪৬ হাজার ৩১৮ কেজি চিনি এবং ১ লক্ষ ৫৩ হাজার ১২৯ কেজি জিরা। এছাড়া ২ লক্ষ ৬ হাজার ১৩৯ ঘনফুট পাথর, ২১,২৩৫ ঘনফুট বালু এবং ১১টি বালু উত্তোলনের মেশিন জব্দ করা হয়।

​চোরাচালানের পাশাপাশি মাদকদ্রব্য পাচার প্রতিরোধেও বিজিবি সক্রিয় রয়েছে। সরাইল রিজিয়নের ইউনিটগুলো ২০২৫ সালে এ পর্যন্ত ৭৮,২৫৪ বোতল মদ, ২৪,৭৬৩ বোতল ফেন্সিডিল, ২ লক্ষ ৮০ হাজার ১৪৪ পিস ইয়াবা, ৯,০৮৬ ক্যান বিয়ার এবং ১৪,৬৪৪ কেজি গাঁজা আটক করেছে। একইসাথে, সীমান্ত নিরাপত্তা জোরদার করতে গিয়ে চলতি বছরে বিভিন্ন অভিযানে ৯টি বিভিন্ন ধরণের অস্ত্র এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

​জাতীয় সম্পদ রক্ষায়ও বিজিবি ভূমিকা রাখছে। বিশেষ করে সিলেট সীমান্তবর্তী ভোলাগঞ্জ, জাফলং, উৎমাছড়া এবং সুনামগঞ্জের চেলা ও যাদুকাটা বালুমহাল এলাকায় অবৈধ বালু ও পাথর উত্তোলন প্রতিরোধে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ