কুলিয়ারচরে চাঁদা দাবির মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

শাহীন সুলতানা, কুলিয়ারচর, কিশোরগঞ্জ :

 

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের মনোহরপুর এলাকায় পুকুর দখল এবং চাঁদা দাবি সংক্রান্ত মিথ্যা অভিযোগের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার পশ্চিম তারাকান্দি গ্রামের মৃত সেকান্দর আলী মাষ্টারের পুত্র ভুক্তভোগী মোঃ নোমান মিয়া।

শনিবার (২৫ অক্টোবর, ২০২৫) সকাল সাড়ে এগারোটায় বাজরা বাসস্ট্যান্ডে বাজরা তারাকান্দি বাজার বণিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে নোমান মিয়া বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। সম্প্রতি একটি প্রভাবশালী ব্যক্তি মিথ্যা তথ্য প্রচার করে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

নোমান মিয়া সংবাদ সম্মেলনে আরও বলেন, আমাকে জড়িয়ে বিভিন্ন মাধ্যমে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমি কোনো ব্যক্তির পুকুর দখল করিনি এবং চাঁদা দাবি করিনি। আমার বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ এনে সংবাদ প্রচার করে আমার সম্মানহানি ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে।

তিনি দাবি করেন, মনোহরপুর এলাকায় ওই পুকুরে কিছু অংশ তার নিজের ক্রয়কৃত। অবশিষ্ট জায়গা পুকুরের অন্যান্য মালিক থেকে লিজ নিয়েছে । তিনি বলেন, হানিফ মিয়ার গং কখনোই এই পুকুরের প্রকৃত মালিক নন। সে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এ পুকুর ভোগ দখল করে রেখেছিল। অথচ বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের পরিবর্তে কেউ কেউ সংবাদ মাধ্যম ব্যবহার করে মিথ্যা প্রচারণা চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। যদি কেউ প্রমাণ করতে পারে যে আমি জোর করে কারও পুকুর দখল করেছি বা চাঁদা দাবি করেছি, তবে আমি আইনগত যে কোনো শাস্তি মেনে নিতে প্রস্তুত। কিন্তু যে মিথ্যা অভিযোগে আমাকে জড়িয়ে যে সংবাদ প্রচার করা হয়েছে, তার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

এ সময় তিনি প্রশাসনের কাছে অনুরোধ জানান, প্রকৃত ঘটনা তদন্ত করে মিথ্যা সংবাদ প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাজরা তারাকান্দি বাজার বণিক সমিতির সভাপতি মোঃ মহরম আলী মেম্বার, উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম লিটন, রামদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সামিউদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সাংবাদিক এবং এলাকাবাসী।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ