শরণখোলায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীসভা জনসমুদ্রে পরিণত

জুয়েল হৃদয়, শরণখোলা সংবাদদাতা।।

 

বাগেরহাটের শরণখোলায় উৎসবমুখর পরিবেশে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে অনুষ্ঠিত এই কর্মসূচি ছিল প্রাণবন্ত ও জনসমুদ্রের মতো অংশগ্রহণে ভরপুর।

কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী, তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী খায়রুজ্জামান শিপন। তাঁর উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল আনন্দ ও উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে।এ সময়ে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ফজলুল হক তাং, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জাফর তালুকদার, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মধু তালুকদার, বিএনপি নেতা নাজমুল হাসান শিমুল গাজী, জাকারিয়া জমাদ্দার, আলতাফ জমাদ্দার প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরণখোলা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি মিসেস সাগর আক্তার। উপস্থিত ছিলেন মহিলা দলের সাধারণ সম্পাদিকা, সাংগঠনিক সম্পাদিকা সহ বিভিন্ন ইউনিয়নের মহিলা দলের নেতৃবৃন্দ।

শরণখোলা উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো নেতাকর্মী ক সভায় অংশগ্রহণ করে প্রোগ্রামটিকে সফল ও ঐতিহাসিক করে তোলে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ