
শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা।।
বাগেরহাটের শরণখোলায় উপজেলা বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুম্মার নামাজ শেষে স্থানীয় জামে মসজিদে এই দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া শেষে বাগেরহাট-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী এবং জনপদের প্রিয় মুখ কাজী খায়রুজ্জামান শিপনের পক্ষ থেকে মুসল্লিদের মাঝে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়।
দোয়া শেষে বাগেরহাট-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী এবং জনপদের প্রিয় মুখ কাজী খায়রুজ্জামান শিপনের পক্ষ থেকে মুসল্লিদের মাঝে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ফজলুল হক তাং, সাবেক যুগ্ম আহবায়ক ডা. শফিকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি এটিএম জসিম উদ্দিন জাফর, উপজেলা কৃষক দলের সভাপতি নজরুল তালুকদার, উপজেলা বিএনপির নবনির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক তালুকদার মধুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ এবং সাধারণ মুসল্লিগণ।
নেতৃবৃন্দ বলেন,তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার রূপরেখা।
তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করেন এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করেন।
দোয়া শেষে উপস্থিত নেতৃবৃন্দ কাজী খায়রুজ্জামান শিপনের রাজনৈতিক সাফল্য ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য দোয়া করেন এবং তারেক রহমানের ৩১ দফা প্রচারে দলীয়ভাবে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।