রূপগঞ্জে ৪০ বছরের পুরনো শিমুলিয়া হাট পূনরায় চালুর দাবিতে মানববন্ধন

এস এম আবু কাউসার, বিশেষ প্রতিবেদক।

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জনতা উচ্চ বিদ্যালয়ের ৪০ বছরের পুরনো শিমুলিয়া গরুর হাট চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী।

বুধবার বিকেলে মুড়পাড়া উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচী পালন করে তারা। এসময় বক্তব্য রাখেন, জসিম উদ্দিন, মো মোস্তফা মিয়া, আমজাদ হোসেন, মাসুদ মিয়া, রোকেয়া শিবলী আক্তারসহ আরো অনেকে।

এসময় বক্তারা বলেন, জনতা উচ্চ বিদ্যালয়ের শিমুলিয়া গুরুর হাটে ৪০ বছর ধরে স্থানীয় বাসিন্দারা তাদের গরু, ছাগল বিক্রি করে আসছে। এ হাটের সাথে অনেক মানুষের জীবিকা জড়িত। হাটটি বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ৫’শতাধিক মানুষের কর্মসংস্থান চলে যায়। আমরা এলাকাবাসী হাটটি পূনরায় চালু করার দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, হাটের কারণে জনতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছিল।

এছাড়া হাটটি নিয়ে কয়েকটি পক্ষ তৈরী হয়ে গিয়েছিল। হাট বন্ধ হয়ে যাওয়ায় অনেক মানুষের কর্মসংস্থান নষ্ট হয়। হাটটি আমরা পরিকল্পিতভাবে চালুর চেষ্টা চালাচ্ছি।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ