ঝিনাইগাতীতে সংঘর্ষে প্রাণ গেল এক নারীর, আহত ৬, আটক ১

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর।

 

শেরপুরের ঝিনাইগাতীতে জমি ও টাকা-পয়সা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে মরিচফুল বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন নারী-পুরুষ। পুলিশ ঘটনাস্থল থেকে আকলিমা বেগম নামে এক নারীকে আটক করেছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে উপজেলার কালীবাড়ী বানিয়াপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত মরিচফুল বেগম ওই এলাকার মৃত হাসেম মিয়ার স্ত্রী।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, মরিচফুল বেগমের পরিবারের সঙ্গে একই এলাকার জয়নাল, ফরিদ ও বাবুল সরকার গংদের দীর্ঘদিন ধরে জমি ও টাকাপয়সা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার সকালে ফরিদ ও কালামের নেতৃত্বে প্রতিপক্ষরা হামলা চালায় মরিচফুলের পরিবারের ওপর। এতে ঘটনাস্থলেই নিহত হন মরিচফুল বেগম।

এসময় আহত হন জসমত আলী (৩৫), শুক্কুর আলী (২০), সোহাগ মিয়া (১৬), সুজন (১৮), হুজুরা বেগম (৩০) ও লাল মিয়া (৪০)। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠায়।

ঝিনাইগাতী থানার ওসি মো. আল আমিন জানান, এ ঘটনায় আকলিমা নামে এক নারীকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ