
ফারুক মাষ্টার,তিতাস,কুমিল্লা :
স্বাধীনতা উত্তর এই প্রথম স্বল্প সময়ের মধ্যেই দেশের একটি রাজনৈতিক নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জনপ্রিয় হয়ে উঠেছে।
আমি মোঃ জসিমউদ্দিন মোল্লা এই পার্টির একজন সাধারণ কর্মী হিসেবে মাঠে কাজ করছি। সারাদেশের তৃণমূলের শিকড় পর্যন্ত পৌঁছে গেছে এনসিপির বার্তা। প্রতিটি গ্রামে গ্রামে ঘরে ঘরে পৌঁছে গেছে নতুন বন্দোবস্তে দেশ গড়ার এনসিপির অঙ্গীকার।
সারাদেশের প্রতিটি জেলায় আমাদের পদযাত্রা অনুষ্ঠিত হয়ে গেলো, সাংবাদিক হিসেবে আপনারা দেখেছেন, পদযাত্রাগুলো মহাসমাবেশে পরিণত হয়েছে, সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। এত অল্প সময়ের মধ্যে একটি নতুন দল এটা কম কিছু নয়!
উপরোক্ত কথাগুলো বলেছেন, কুমিল্লা জেলা এনসিপির প্রভাবশালী সদস্য, তিতাস প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, সিনিয়র সাংবাদিক সাপ্তাহিক ‘সপ্তাহের শেষদিন’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ জসিম উদ্দিন মোল্লা।
দীর্ঘ সময় পর তিতাসের মাটিতে পা রাখলে স্থানীয় সাংবাদিকগণ তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসলে তিনি এসব কথা বলেন।
আজ মঙ্গলবার ২১ অক্টোবর তিতাস উপজেলার শাহপুর গ্রামের তার নিজ বাসভবনে সাংবাদিকগণ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে আলাপচারিতার এক পর্যায়ে রাজনীতি, এলাকার উন্নয়ন ও আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা উঠলে এনসিপি নেতা মোল্লা সাহেব উক্ত কথাগুলো বলেন।
তিনি এক পর্যায়ে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বলেন, দেশ আজ এক কঠিন সময় পার করছে। বর্তমান ইন্টেরিম সরকার আজ দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে।
দেশী বিদেশি চক্র বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারই অংশ হিসেবে সারাদেশে নাশকতা চালাচ্ছে। তাই আগামীতে বাংলাদেশকে একটি কার্যকর রাষ্ট্র হিসেবে গড়তে এনসিপিকে সমর্থন জানাতেসকলের প্রতি তিনি আহ্বান জানান।