
আলিফ মাহমুদ কায়সার, কুমিল্লা ।
কুমিল্লার চান্দিনায় মানবিক সংগঠন ‘চেষ্টা’-এর উদ্যোগে দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল ২০ অক্টোবর (সোমবার) চান্দিনা পৌরসভার একটি ডায়াগনস্টিক সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে চারজন দুঃস্থ নারী ও একজন বীরকন্যার হাতে মোট পাঁচটি সেলাই মেশিন এবং বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। আয়োজনে ছিল ‘চেষ্টা’ সংগঠন এবং সহযোগিতায় ‘চান্দিনা আল রাজি ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা সহকারি ভূমি কর্মকর্তা ফয়সাল আল নূর। বিশেষ অতিথি ছিলেন চেষ্টা সংগঠন এর সভাপতি লায়লা নাজনীন হারুন ও চান্দিনা আল রাজি ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের চেয়ারম্যান আল আমিন।
ঢাকা থেকে আগত “চেষ্টা” সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক গুলসান নাসরীন চৌধুরী, কোষাধ্যক্ষ শারমিনা খানম, সাংগঠনিক সম্পাদক কানিজ মাহমুদ, দপ্তর সম্পাদক সাকেরা খান এবং সদস্যবৃন্দ দিলরুবা মাহমুদ রুবি, সাহনাজ মান্নান, মনোয়ারা তাহির ও আইভী মামুন।
সভায় অতিথিরা বলেন, “চেষ্টা” সংগঠন দীর্ঘ ১৫ বছর ধরে মানবতার সেবায় নিয়োজিত একটি অরাজনৈতিক সংগঠন, যা নারী, শিশু, সমাজের অবহেলিত জনগোষ্ঠী ও ১৯৭১ সালের বীর কন্যাদের উন্নয়নে কাজ করছে।
সভাপতি লায়লা নাজনীন হারুন বলেন, সমাজের বিত্তবানদের উচিত মানবিক কাজে পাশে দাঁড়ানো। তিনি “চেষ্টা”-র কর্মকাণ্ডে আরও সহায়তার আহ্বান জানান। সাধারণ সম্পাদক গুলসান নাসরীন চৌধুরী বলেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত “চেষ্টা” মানবতার সেবায় কাজ করে যাচ্ছে।
এ সময় ৫ জন নারী—নূরজাহান বেগম, সিমা রানী সাহা, ফারজানা আক্তার, রুখসানা ইসলাম ও লুৎফা বেগম—এর হাতে সেলাই মেশিন ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। পরে একটি সৌহার্দ্যপূর্ণ চা-চক্রের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।