রূপগঞ্জে অবৈধ ইটালিয়ান ও রিমঝিম সিটির কার্যক্রম বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

এস এম আবু কাউসার, বিশেষ প্রতিবেদক।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাব ইউনিয়নের চারিতালুক গ্রামের কৃষিজমি দখল করে অবৈধভাবে বালি ভরাটের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এতে এলাকার কৃষকদের চাষাবাদ বন্ধ হয়ে পড়েছে।
এ ঘটনায় আজ ২০ অক্টোবর সোমবার ভুক্তভোগী কৃষকরা রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিত আবেদন করেছেন।

সরেজমিনে গেলে চারিতালুক গ্রামের কৃষক ফায়েজ আহমেদ বলেন , দীর্ঘদিন ধরে ভোলাব ইউনিয়নের চারিতালুক, মোচারিতালুক, হানকাটা, পুবেরগাঁও, করাটিয়া, বাসুন্দা এলাকার কৃষকরা ধান, সবজি ও অন্যান্য ফসল ফলিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু ফ্যাসিষ্ট আওয়ামীলীগের আমলে স্থানীয় এমপির পিএস ও ভোলাব ইউপি চেয়ারম্যানের জোগ সাজোসে রাতের আধারে কৃষকের জমিতে জোড়পূর্বক বালি ভরাট করা হয়েছে। সম্প্রতি কিছু প্রভাবশালী ব্যক্তি বালি ভরাট করে কৃষিজমি দখল করে বাউন্ডারী ওয়াল নির্মান সহ আবাসন প্রকল্পের নামে গেইট, সাইনবোর্ড ও প্লট বিক্রির কার্যক্রম শুরু করেছে।

এতে কৃষকদের ফসলি জমি নষ্ট হয়ে যাচ্ছে এবং স্থানীয় পরিবেশের ভারসাম্য হুমকির মুখে পড়েছে। রিমঝিম আবাসন ও ইটালিয়ান সিটির বিরুদ্ধে মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞা জারি করলেও বহাল তবিয়তে তারা তাদের কার্ষক্রম পরিচানলা করে আসছে।

প্রশাসনের নিকট বিষয়টি বারবার জানানো হলেও এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। শুধু তাই এসব আবাসনের বিরুদ্ধে কেউ কথা বললে তাদের বিরুদ্ধে হামলা ও মামলা দিয়ে হয়রানী করা হয়। কৃষকদের আশঙ্কা করছেন, দ্রুত পদক্ষেপ না নিলে কৃষিজমির অস্তিত্বই হারিয়ে যাবে।

এ অবস্থায় চারিতালুক গ্রামের কৃষক জাকির হোসেন ইউএনও’র হস্তক্ষেপ কামনা করে বলেন, সাম্প্রতিক ইটালিয়ান সিটি অবৈধভাবে মোরচারিতালুক মৌজার কাজলার বিলে ডুজার দিয়ে বালি সমান করে প্লট করার পায়তারা করতেছে।

তারা অবৈধভাবে দখল, বাউন্ডারি ওয়াল নির্মান, গেইট নির্মান করে প্লট আকারে জমি বিক্রির কার্যক্রম বন্ধ করে কৃষিজমি রক্ষার দাবিতে প্রয়োজনীয় প্রশাসনিক উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

এ ব্যাপারে ইটালিয়ান সিটির চেয়ারম্যান ডাঃ আব্দুল কবির ও রিমঝিম আবাসনের মালিক অলিউর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদেরকে ফোনে পাওয়া যায় নি। তারা পর্দার আড়ালে থেকে স্থানীয় প্রভাবশালীদের দিয়ে সকল অপকর্ম চালিয়ে যাচ্ছে।

এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকতা সাইফুল ইসলামকে বারবার ফোন করেও পাওয়া যায়নি। ###

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ