মোরেলগঞ্জে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ

এম.পলাশ শরীফ,নিজস্ব প্রতিবেদক:

 

বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক রাসেল আল ইসলাম।

সোমবার বিকেলে উপজেলার পল্লীমঙ্গল, কেয়ার বাজারে স্থানীয় বিএনপির নেতাকর্মী, ব্যবসায়ী, সাধারণ মানুষের মাঝে তারেক রহমানের লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা শাকিল আহমেদ গাজী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আলি আজিম বাবুল, খাউলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক প্রভাষক শামীম আহসান খান, ছাত্রদল নেতা সোহেল তালুকদার, এইচ এম আব্দুল্লাহ, মোরেলগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল বেপারী সহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।

লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত পথসভায় প্রভাষক রাসেল আল ইসলাম বলেন, জনপ্রিয়তায় যারা শূন্যের কোঠায় তারাই পিআর পদ্ধতি নিয়ে লাফালাফি করছে। কয়েকটি ইসলামী দল সাধারণ মানুষের গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের অধিকারকে হরন করতে চাচ্ছে।

তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের জন্য এ অঞ্চলের জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপনের নেতৃত্বে প্রতিটি ঘরে ঘরে গিয়ে সাধারণ ভোটারদের কাছে ধানের শীষে ভোট দিয়ে বিজয় করে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনার আহবান জানানো হচ্ছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ