
মো: রফিকুল ইসলাম,নড়াইল।
জেলা শিল্প বণিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। নড়াইল জেলা শিল্প বণিক সমিতির সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
এ সভায় অংশ নেন জেলার শীর্ষ ব্যবসায়ী,গণ্যমান্য ব্যক্তি ও সংগঠনের সদস্যরা। (১৭ অক্টোবর) শনিবার সকাল ১১টায় জেলা পরিষদ হলরুমে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন,জেলা বণিক সমিতির আহ্বায়ক কমিটির হাসমত আলী ও সভায় সঞ্চালনা করেন,আহ্বায়ক কমিটির সদস্য শরীফ শামসুজ্জামান।
আগামী তিন বছরের জন্য খন্দকার ফসিয়ার রহমানকে সভাপতি ও জাকির হোসেনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।নবনির্বাচিত সভাপতি খন্দকার ফসিয়ার রহমান বলেন,আমাকে আজ আপনারা যে দায়িত্ব দিলেন,এটা আমার কাছে একটি আমানত।
আমাকে সকলে সহযোগিতা করলে জেলার ব্যবসায়ীদের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবো। পাশাপাশি বণিক সমিতির নিজস্ব কার্যালয় স্থাপনেও পদক্ষেপ নেওয়া হবে।
সভায় বক্তব্য রাখেন,বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ দেলোয়ার হোসেন,অশোক কুন্ডু,ইমাম খবির,জাকির হোসেনসহ আরও অনেকে।
এ সময় সাধারণ সভায় প্রায় ৩০০ শতাধিক সদস্য ও স্থানীয় সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।