উপজেলা বিএনপি কার্যালয়ের নামে অপপ্রচার: প্রতিবাদে বিবৃতি জানিয়েছেন সাধারণ সম্পাদক মজনু

রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা)।

 

নেত্রকোণার কেন্দুয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ বিবৃতি জানিয়েছেন কেন্দুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঞা মজনু।

শুক্রবার (১৭ অক্টোবর) তিনি তাঁর ফেসবুক আইডির পোস্টে উল্লেখ করেন যে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত ভাষায় এবং বিভ্রান্তিকর ভিডিও প্রচার করা হয়েছে, যেখানে একটি নাট্যচর্চার দৃশ্যকে বিকৃতভাবে উপস্থাপন করে তা “কেন্দুয়া উপজেলা বিএনপির কার্যালয়” হিসেবে প্রচার করা হচ্ছে। এই ভিডিওটি সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য ও রাজনৈতিকভাবে প্রণোদিত অপপ্রচারের এক জঘন্য উদাহরণ।

প্রকৃতপক্ষে, ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি নাটকের রিহার্সাল পর্ব। ভিডিওতে অভিনয়রত ব্যক্তি মোজাম্মেল হোসেন, যিনি বলাইশিমুল ইউনিয়ন জাসাসের আহ্বায়ক এবং কেন্দুয়া উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক। তিনি একজন সম্মানিত ও জনপ্রিয় নাট্যকর্মী, যিনি দুই শতাধিক নাটকে খলনায়ক চরিত্রে অভিনয় করেছেন এবং নেত্রকোণা জেলায় সুপরিচিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে সমাদৃত। ভিডিওর চিত্রায়ন স্থল হলো গণ্ডা ইউনিয়ন যুবদল নেতার ব্যক্তিগত কার্যালয়, কিন্তু একটি বিশেষ মহল তা বিকৃতভাবে “কেন্দুয়া উপজেলা বিএনপির কার্যালয়” হিসেবে প্রচার করছে, যা দলের ভাবমূর্তি নষ্ট ও বিভ্রান্তি সৃষ্টির নোংরা রাজনৈতিক উদ্দেশ্যের অংশ।

উল্লেখ্য, ভিডিওতে উপস্থিত ব্যক্তিদের পোশাক, পরিবেশ ও পটভূমি পর্যবেক্ষণে স্পষ্ট বোঝা যায় এটি গত বছরের শীতকালীন সময়ের পুরনো ভিডিও। এছাড়াও ভিডিওতে দেখা যায় কেন্দুয়া উপজেলার গণ্ডা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদল নেতা রফিকুল ইসলাম শামীম যিনি কয়েক মাস আগে গুম হয়েছিলেন এবং পরবর্তীতে তাঁর কঙ্কাল উদ্ধার করেছেন আইনশৃঙ্খলা বাহিনী।

এই তথ্যই প্রমাণ করে, ভিডিওটি বহু পুরনো এবং বর্তমান বাস্তবতার সঙ্গে কোনো সম্পর্ক নেই।
অতএব, এই ভিডিওটি একটি পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র,যার লক্ষ্য হচ্ছে বিএনপির ভাবমূর্তি নষ্ট করা, নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়ানো,এবং স্থানীয় পর্যায়ে সংগঠনের ঐক্য বিনষ্ট করা।কেন্দুয়া উপজেলা বিএনপি দৃঢ়ভাবে জানাচ্ছে।

আমরা এই, অপপ্রচারমূলক ও উদ্দেশ্য প্রণোদিত ভিডিওর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, একইসাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি, যেন অবিলম্বে এই ভিডিওর প্রচারকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সর্বদা গণতন্ত্র, ন্যায়বিচার ও সত্যের পথে অবিচল থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে—
কোনো ধরনের অপপ্রচার বা ষড়যন্ত্র আমাদের পথচলা ব্যাহত করতে পারবে না।

নিবেদক-
মজিবুর রহমান ভূইয়া মজনু
সাধারণ সম্পাদক
কেন্দুয়া উপজেলা বিএনপি
কেন্দুয়া, নেত্রকোনা।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ