ফেনীর চার ডায়াগনস্টিক সেন্টারে নানা অসঙ্গতি

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

ফেনী সদরের চারটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে বিভিন্ন অসঙ্গতি পেয়েছে স্বাস্থ্য বিভাগের পরিদর্শন দল। বুধবার (১৫ অক্টোবর, ২০২৫) পরিচালিত এই অভিযানে প্রতিষ্ঠানগুলোকে দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিত ত্রুটিগুলো সংশোধনের জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

​ফেনীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিমের নির্দেশনায় এবং স্বাস্থ্য অধিদপ্তরের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন সংক্রান্ত গাইডলাইন অনুসারে এই কার্যক্রম পরিচালিত হয়। ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পরিদর্শন দলটি প্রতিষ্ঠানগুলোর সার্বিক ব্যবস্থাপনার মান যাচাই করে। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আমির খসরু তারেক এবং এমটি ল্যাব মাইন উদ্দিন।

​পরিদর্শনকালে দলটি ডায়াগনস্টিক সেন্টারগুলোর ট্রেড লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, বর্জ্য ব্যবস্থাপনা চুক্তি এবং পূর্ববর্তী লাইসেন্সের মতো প্রয়োজনীয় দলিলাদি যাচাই করে। পাশাপাশি, অভ্যর্থনা কক্ষ, নমুনা সংগ্রহ কক্ষ, এক্স-রে, ল্যাবরেটরি ও শৌচাগারসহ অন্যান্য ভৌত সুবিধাদি সরেজমিনে খতিয়ে দেখা হয়।

​অভিযানে সরকার নির্ধারিত পরীক্ষার মূল্য তালিকা প্রদর্শন, পরীক্ষার সাথে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও মেডিকেল টেকনোলজিস্টদের প্রয়োজনীয় কাগজপত্র, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি এবং ল্যাবের রিএজেন্টের গুণগত মানসহ যন্ত্রপাতির কার্যকারিতা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়। এছাড়া, ল্যাবে জীবাণুমুক্ত পরিবেশ বজায় রাখা হচ্ছে কিনা, তাও নিশ্চিত করে দলটি। পরিদর্শনে বিভিন্ন ক্ষেত্রে প্রাপ্ত অসংগতিগুলো দ্রুত সংশোধন করে তার সচিত্র প্রতিবেদন সিভিল সার্জন কার্যালয়ে দাখিলের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে।

​ফেনীর সাধারণ জনগণ যেন সুষ্ঠু ও মানসম্মত স্বাস্থ্যসেবা পায়, তা নিশ্চিত করতে জেলার স্বাস্থ্য বিভাগ সর্বদা সচেষ্ট রয়েছে বলে জানা গেছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ