
শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)।
“ভৈরব হবে ৬৫তম জেলা — এটা সময়ের দাবি, ভৈরবের জনগণের দাবি, বাস্তবতার দাবি”— এই স্লোগানে মুখর হয়ে উঠেছিল ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়ক ও রেললাইন। ভৈরববাসীর বহুল কাঙ্ক্ষিত জেলা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালন করেছেন সাধারণ মানুষ, শিক্ষার্থী ও স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, ভৈরব একটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, জনবহুল ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল। কিন্তু প্রশাসনিক কাঠামো কিশোরগঞ্জে কেন্দ্রীভূত থাকায় ভৈরববাসীকে সামান্য সরকারি সেবা পেতেও দূরবর্তী জেলায় যেতে হয়, যা সময়, অর্থ ও ভোগান্তি বাড়ায়। তারা বলেন, “এটি শুধু প্রশাসনিক বৈষম্য নয়, ভৈরববাসীর অধিকার বঞ্চনা।”
মানববন্ধনে বক্তারা আরও বলেন, ভৈরব জেলা গঠিত হলে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা, শিল্পায়নসহ সার্বিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
তারা দাবি জানান, ভৈরব-কুলিয়ারচর, বাজিতপুর, কটিয়াদি ও রায়পুরার কিছু অংশ নিয়ে অবিলম্বে নতুন জেলা ঘোষণা করতে হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের ভৈরব উপজেলা নেতা ইমতিয়াজ আহমেদ কাজল, ছাত্রনেতা রাজিব আহমেদ, ইঞ্জিনিয়ার মোঃ ফাহিম, এবং আলি আহাসন মুজাহিদ, আজিজুল হক ও আল আমিন সাদি।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “প্রশাসনিক জটিলতার নামে আর ভৈরববাসীর স্বপ্ন আটকে রাখা হবে না। প্রয়োজন হলে আরও কঠোর আন্দোলনে নামবে ভৈরববাসী।”