
রুকন উদ্দিন কেন্দুয়া (নেত্রকোণা)।
নেত্রকোণার কেন্দুয়া প্রেসক্লাব পরিদর্শন করেছেন নেত্রকোণা জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরের দিকে প্রেসক্লাবে আসেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল ইসলাম চৌধুরী, অফিসার ইনচার্জ মিজানুর রহমান, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ কামাল, অর্থ সম্পাদক মতিউর রহমান, সাংস্কৃতিক সম্পাদক দিল বাহার খান, পাঠাগার সম্পাদক মো. আব্দুল্লাহ, সিনিয়র সদস্য হারেছ উদ্দিন ফকির, আশরাফ উদ্দিন ভূঞা, মো. শাহজাহান, দপ্তর সম্পাদক কিশোর কুমার শর্মা প্রমুখ।
এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানকে ফুল দিয়ে বরণ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রেসক্লাব কতৃপক্ষ।