
রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা)।।
আগামীকাল ১৪ অক্টোবর ২০২৫ মঙ্গলবার
নেত্রকোণা জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান কেন্দুয়া উপজেলায় সরকারি বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময়ে অংশ নিতে দিনব্যাপী সফরে আসছেন।
কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার এঁর স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী জেলা প্রশাসক সকাল ১১টায় কেন্দুয়া থানা পরিদর্শন, সাড়ে ১১টায় মতবিনিময় সভা, সাড়ে ১২টায় উপজেলা কর্মকর্তার কার্যালয় পরিদর্শন, পৌনে ১টায় কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন, বেলা ১টায় কেন্দুয়া পৌরসভা ও সোয়া ১টায় কেন্দুয়া প্রেসক্লাব পরিদর্শন, বিকাল ৩টায় বাউল কবি দীন শরৎচন্ত্র নাথ এর স্মৃতি ফলক উদ্বোধন, বিকাল ৪টায় উপজেলা ভূমি অফিস পরিদর্শন এবং বিকাল ৫টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে নবনির্মিত জালাল মঞ্চ উদ্বোধন ও সাংস্কৃতিক সন্ধ্যায় অংশগ্রহণ করবেন তিনি।
এই সফরকে ঘিরে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।