ফেনী থেকে যাত্রা শুরু করছে দৈনিক ‘আলোকিত গণমাধ্যম’

নিজস্ব সংবাদদাতা :

প্রকাশের প্রস্তুতিতে থাকা স্থানীয় দৈনিক ‘আলোকিত গণমাধ্যম’ সরকারি অনুমোদন (ডিক্লারেশন) লাভ করেছে। সোমবার (১৩ অক্টোবর, ২০২৫) বিকেলে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে পত্রিকাটির সম্পাদক সিদ্দিক আল মামুনের হাতে আনুষ্ঠানিকভাবে এই অনুমোদনপত্র তুলে দেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

​জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই অনুমোদনপত্র হস্তান্তর করা হয়। এসময় সেখানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুর আহসান, অ্যাডভোকেট সাব্বির উদ্দিন এবং সাংবাদিক ইউনিয়ন ফেনীর কোষাধ্যক্ষ জসিম ফরায়েজীসহ স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

​অনুমোদন পাওয়ার পর পত্রিকাটির সম্পাদক সিদ্দিক আল মামুন তাঁর অনুভূতি ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, এই সরকারি অনুমোদন তাদের জন্য এক বিশাল অনুপ্রেরণা। ‘আলোকিত গণমাধ্যম’ এখনও প্রস্তুতি পর্বে থাকলেও, পত্রিকাটি দায়িত্বশীল, ইতিবাচক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন।

​সিদ্দিক আল মামুন আরও বলেন, “আমরা তরুণদের শক্তি ও উদ্যমকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সংবাদ আমাদের কাছে কেবল তথ্য নয়, সমাজ পরিবর্তনের একটি মাধ্যম। সত্য ও ন্যায়ের পথে থেকে আমরা এমন এক সংবাদপত্র গড়ে তুলতে চাই, যা পাঠকের আস্থা ও ভালোবাসা অর্জন করবে।”

​তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আলোকিত গণমাধ্যম’ মিথ্যার অন্ধকার দূর করে সমাজে সত্যের আলো ছড়ানোর দিশারী হিসেবে কাজ করবে এবং ইতিবাচক সাংবাদিকতার নতুন দিগন্ত উন্মোচন করবে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ