পি আরসহ ৫ দফা দাবী নিয়ে বাগাতিপাড়ায় জামায়াতের মিছিল

ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতাঃ

 

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনসহ পাঁচ দফা দাবিতে নাটোরের বাগাতিপাড়ায় বিক্ষোভ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে বাগাতিপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামী’র উদ্যোগে একটি বিশাল ‌র‍্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।
তিনি বলেন, “জনগণের ভোটাধিকার ও ন্যায্য রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে জুলাই জাতীয় সনদের আলোকে একটি নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই।”
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় শিবির নেতা অ্যাডভোকেট শাকিল উদ্দিন। তিনি পিআর পদ্ধতিতে নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির একেএম মাওলানা আফজাল হোসেন ও সেক্রেটারি জাকির হোসেন।
বাগাতিপাড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা শফিউল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ৩নং বাগাতিপাড়া ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা আশরাফুজ্জামান, জামায়াত নেতা মিজানুর রহমান নাটোরী এবং উপজেলা শিবির সভাপতি মিঠু প্রমুখ।
বিক্ষোভ সমাবেশ ও আলোচনা সভা শেষে অতিথিরা তমালতলা মোড় বাজারে “বাগাতিপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামী অফিস” উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও শতাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে অফিসটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ