
ঠাকুরগাঁও সংবাদদাতা।।
জাপান ফুটবল অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত অনূর্ধ্ব-১৪ ফুটবল টুর্নামেন্টে জাতীয় পর্যায়ে রানার্স আপ হওয়ায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল রাঙ্গটুঙ্গি মহিলা প্রমিলা ফুটবল দলকে বুধবার (৮ অক্টোবর) গণসংবর্ধনা দেওয়া হয়েছে। স্বাস্থ্যসেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াত ইসলামীর সেক্রেটারি রজব আলী। সংবর্ধনা অনুষ্ঠানে রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড প্রমিলা মহিলা ফুটবল একাডেমির পরিচালক তাজুল ইসলাম, বিএনপির সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, বিএনপির সাংগঠনিক সম্পাদক এমআর বকুল মজুমদার, গণঅধিকার পরিষদ কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি মামুনুর রশিদ, প্রেসক্লাব সম্পাদক খুরশিদ আলম শাওন, উপজেলা গণঅধিকার পরিষদ সভাপতি সোহরাব হোসেন, ছাত্র সমন্বয়ক তারেক এবং কোচ সুগা মূরমূ-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা নারী ফুটবলারদের এই সাফল্যে আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও ভালো করার জন্য তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানের শেষে অতিথিরা নারী ফুটবল দলের খেলোয়াড়দের হাতে ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা প্রদান করেন।