বসুন্ধরা শুভসংঘের মাদকবিরোধী সামাজিক আন্দোলনের ডাক

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

সমাজকে মাদকের ভয়াবহতা থেকে মুক্ত করতে এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে ফেনীর ফুলগাজীতে এক মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বসুন্ধরা শুভসংঘ ফুলগাজী উপজেলা শাখার উদ্যোগে বুধবার (৮ অক্টোবর, ২০২৫) বিকেলে ফুলগাজীর একটি রেস্টুরেন্টে এই সভা আয়োজন করা হয়।

​“একসাথে বলুন, মাদক নয় – জীবন হোক নির্মল” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই সভায় যুব সমাজকে রক্ষায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, মাদকাসক্তি বর্তমানে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই ভয়াবহতা প্রতিরোধে এখনই সম্মিলিত পদক্ষেপ গ্রহণ অপরিহার্য।

​বসুন্ধরা শুভসংঘ ফুলগাজী উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তানজিদ শুভ’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি জসিম ফরায়েজী। তিনি তার বক্তব্যে বলেন, “যুব সমাজকে রক্ষা করতে হলে এখনই মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। একজন সচেতন তরুণই পারে অন্য দশজনকে সচেতন করতে।”

​সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী সদর উপজেলা শাখার সভাপতি এডভোকেট মোহাম্মদ শারীদ, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন এবং ফেনী সরকারি কলেজ শাখার সভাপতি সোহরাব হোসেন। তারা তাদের বক্তব্যে বলেন, তরুণ প্রজন্মকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করতে পরিবার, শিক্ষক, সমাজ ও গণমাধ্যমের সম্মিলিত ভূমিকা অত্যন্ত জরুরি।

​আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা শাখার সহ-সভাপতি রাহাত হোসেন চৌধুরী ও আব্দুর রহিম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক শাফায়াত উল্লাহ, ইশতিয়াক রসুল সানবিন ও আজাদ হোসেন চৌধুরী, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম ডালিম, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আদর পাটোয়ারী এবং সদস্য মুহাম্মদ জোবায়ের হোসেন, জিয়া উদ্দিন তুষার, মিতুল, ও জিদানসহ সংগঠনের অন্য সদস্যরা।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ