
মোহাম্মদ আবু দারদা, ফেনী।
ফেনী-নোয়াখালী মহাসড়কের সিলোনীয়া বাজারে ফুটওভার ব্রিজ নির্মাণসহ পাঁচ দফা দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ছাত্রসমাজ ও স্থানীয় এলাকাবাসী। সম্প্রতি চারজন নিহতের এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার পর মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, সকাল ১০টায় এই প্রতিবাদী কর্মসূচি পালিত হয়, যা স্থানীয় জনগণের মধ্যে পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটায়।
গত ২ অক্টোবর সিলোনীয়া বাজারে সুগন্ধা পরিবহনের একটি বাসের চাপায় ছামিয়া, বাবু, শামীমারা এবং অজ্ঞাতপরিচয় আরও একজনসহ মোট চারজনের মৃত্যুর ঘটনা ঘটে। এই দুর্ঘটনার পর থেকেই নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছিল। बार बार দুর্ঘটনা প্রতিরোধে কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগ তুলে এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি নিয়ে এই সম্মিলিত মানববন্ধন আয়োজন করা হয়। আয়োজকদের মূল লক্ষ্য, শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দীর্ঘদিনের সমস্যাগুলোর স্থায়ী সমাধান নিশ্চিত করা।
মানববন্ধনে আন্দোলনকারীরা বেশ কয়েকটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে— অবিলম্বে সিলোনীয়া বাজার এলাকায় একটি ফুটওভার ব্রিজ নির্মাণ, দুর্ঘটনায় নিহতদের পরিবারকে সুগন্ধা বাস মালিক কর্তৃপক্ষের পক্ষ থেকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান এবং আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার সরকারের পক্ষ থেকে বহন করা। এছাড়া, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দুর্ঘটনার সঠিক তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়। অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে— মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণে স্পিড ব্রেকার স্থাপন, বাজার ও স্কুল এলাকায় সতর্কতামূলক সাইনবোর্ড বসানো, লাইসেন্স ও ফিটনেসবিহীন যান চলাচল বন্ধ করা এবং বোর্ড অফিস রোড থেকে প্রস্তাবিত ব্রিজ পর্যন্ত রোড ডিভাইডারের ওপর লোহার বেড়া নির্মাণ। একইসাথে, মহাসড়কের সঙ্গে সংযুক্ত সিলোনীয়া লাকী রোডের উচ্চতা বৃদ্ধি, সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং যানবাহন পার্কিংয়ের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণের দাবিও উত্থাপন করা হয়।
মানববন্ধনে ছাত্র প্রতিনিধি সামিরুল ইসলাম (সামির), উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইমুন হক রাজিব, বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি ও স্থানীয় ইউপি সদস্য নিজাম উদ্দিন, সিলোনিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার গভর্নিং বডির সদস্য মো. ফখরুল ইসলাম (মামুন), জায়লস্কর জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাইফুল ইসলাম, সিলোনিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা গিয়াস উদ্দিন, জেলা যুবদলের সদস্য হাসানুজ্জামান শাহাদাত এবং সিলোনিয়া হাই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য ও ব্যবসায়ী মেসবাহ উদ্দিন সাঈদ বক্তব্য রাখেন। এ সময় বাজারের ব্যবসায়ী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাধারণ জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।