
শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
আজ বিশ্ব শিক্ষক দিবস। বিশ্বব্যাপী যথাযোগ্য মর্যাদায় পালিত এই দিবসটি উদযাপন উপলক্ষে ভৈরবে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য র্যালি। “ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি” মানুষ গড়ার মহৎ দায়িত্বে নিয়োজিত সকল সম্মানিত শিক্ষকের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে এবং একটি সমৃদ্ধ দেশ ও জাতি গঠনে তাদের দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করে।
বাংলাদেশ সরকারের “উপজেলা প্রশাসন এবং মাধ্যমিক শিক্ষা পরিবার, ভৈরব, কিশোরগঞ্জ” এর আয়োজনে অনুষ্ঠিত এই র্যালিতে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের অংশগ্রহণ সমাজের সকল স্তরে শিক্ষকদের মর্যাদা ও অবদানের বার্তাটি পৌঁছে দেয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিনের উপস্থিতিতে ভৈরব উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক সমাজ, শিক্ষা কর্মকর্তাসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। র্যালিতে ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র পক্ষে উপস্থিত ছিলেন সায়েন্স ফ্যাকাল্টির ডিন ও ফার্মাসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. এফ. এম. নাজমুস সাদাত, বিবিএ বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মো. আব্দুর রশীদসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
দিবসটি উপলক্ষে অংশগ্রহণকারীরা শিক্ষক সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।