লোহাগড়ায় রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি নেতা তুহিন মোল্যার লিফলেট বিতরণ

মো:রফিকুল ইসলাম,নড়াইল।।

 

দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে লিফলেট বিতরণ করেছেন, লন্ডন মহানগর বিএনপি’র সাবেক সহ-সাধারণ সম্পাদক তুহিন মোল্লা।

শনিবার (৪ অক্টোবর) নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,লোহাগড়া উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু,সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম,পৌর বিএনপি’র সভাপতি মোঃ মিলু শরীফ,সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু,সহ-সভাপতি সৈয়দ আব্দুস সবুর,লাহুড়িয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর রহমান,পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমি,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আশিকুর রহমান স্বপন,লাহুড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মিল্টন জমাদার,সহ-সভাপতি আসাদুজ্জামান,পৌর ছাত্রদলের আহ্বায়ক রিয়াজুল ইসলাম মুন্নাসহ স্থানীয় বিএনপি,যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

লিফলেট বিতরণকালে তুহিন মোল্যা বলেন,দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে প্রবাস থেকেও আমরা ঐক্যবদ্ধ।

৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনার লক্ষে এ লিফলেট বিতরণ।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ