
মোহাম্মদ আবু দারদা, ফেনী।
ফেনীর দাগনভূঁঞা উপজেলার মোমারিজপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছেন ফেনী-৩ (দাগনভূঁঞা-সোনাগাজী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মো ফখরুদ্দীন মানিক। শুক্রবার (৩ অক্টোবর, ২০২৫) দিনের বেলায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এই উপহার সামগ্রী হস্তান্তর করা হয়। উপহার গ্রহণ করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক শাহাদাত হোসেন এবং ফেনী জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান।
শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করে তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে আয়োজকরা জানান। উপহার হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতের আমীর মুফতি আব্দুল হান্নান এবং দাগনভূঁঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ।
এ সময় অন্যান্যের মধ্যে ইসলামী ছাত্রশিবিরের ফেনী জেলার অর্থসম্পাদক মহসিন উদ্দিন মিরাজ, স্থানীয় ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা নুরুল আমীন এবং ওই এলাকার জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি জেলা পুলিশ ও স্থানীয় থানা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতি বিশেষভাবে লক্ষ্য করা গেছে।