
সংবাদ বিজ্ঞপ্তি :
ফেনী জেলার দাগনভুঁইয়া উপজেলার সিলোনীয়া বাজার এলাকায় ঢাকা-নোয়াখালী মহাসড়কে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন হাজারো মানুষ রাস্তা পারাপার হচ্ছেন। দ্রুতগামী যানবাহন ও যানজটের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটায়, ওই স্থানে অবিলম্বে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের জোর দাবি জানিয়েছেন শিক্ষার্থী, ব্যবসায়ীসহ স্থানীয় বাসিন্দারা। শুক্রবার এলাকাবাসীর পক্ষ থেকে এই দাবি তুলে ধরা হয়।
সিলোনীয়া বাজার একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র হওয়ায় এবং এর পাশেই একাধিক শিক্ষা প্রতিষ্ঠান থাকায় মহাসড়কটি পারাপারে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এলাকাবাসী জানান, সিলোনীয়া ফাজিল মাদ্রাসা সহ একাধিক মাদ্রাসা, সিলোনীয়া উচ্চ বিদ্যালয়, সিলোনীয়া মহিলা মাদ্রাসা এবং কিন্ডার গাডেন ও সিলোনীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী প্রতিদিন এই ব্যস্ত মহাসড়ক পার হয়ে ক্লাসে যাতায়াত করে। এছাড়া কলেজগামী শিক্ষার্থী, অফিসগামী কর্মচারী এবং নারী-শিশুরা রাস্তা পার হওয়ার সময় প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কায় থাকেন। নিরাপদ পারাপারের ব্যবস্থা না থাকায় অতীতে এখানে একাধিক হতাহতের ঘটনাও ঘটেছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, সড়কের পাশে বাজার ও দোকানপাট থাকায় সারাদিনই মানুষের ব্যাপক আনাগোনা থাকে। কিন্তু একটি ফুটওভার ব্রিজের অভাবে ক্রেতা-বিক্রেতা উভয়কেই আতঙ্কের মধ্যে চলাচল করতে হয়। এতে একদিকে যেমন দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে, অন্যদিকে বাজারের স্বাভাবিক পরিবেশও ব্যাহত হচ্ছে।
বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হলে তা শুধু পথচারীদের নিরাপত্তাই নিশ্চিত করবে না, বরং মহাসড়কের এই অংশে যানজট কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই, দুর্ঘটনা রোধ ও জনদুর্ভোগ কমাতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।