
ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতাঃ
সনাতনী ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজা উপলক্ষ্যে বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগাতিপাড়া উপজেলা শাখার নেতৃবৃন্দরা।
বুধবার বিকেলে উপজেলার ১নং পাকা ইউনিয়ন থেকে শুরু করে উপজেলার প্রতিটি ইউনিয়নের বিভিন্ন মন্ডপের খোঁজ খবর নেন তারা,এ সময় জামায়াতের নেতারা পূজা উদযাপন কমিটির নেতাবৃন্দসহ হিদু সম্প্রদায়ের লোকজনের সাথে কথা বলেন,নিরাপত্তা শংকায় রয়েছে কিনা তার খোজ খবর নেন।
এছাড়াও নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন জামায়াতের সহযোগিতার বিষয় উদযাপন কমিটির নেতাদেরকে আশ্বস্ত করন জামায়াত নেতারা। এসময় তারা মন্ডপগুলাতে রক্ষিত পরিদর্শণ বহিত তাদের স্ব-স্ব মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
পরিদর্শণকালে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের শুরা সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি , উপজেলা আমির মওলানা একেএম আফজাল হোসেন, নায়েবে আমির আনোয়ার হোসেন মুজাহিদ, সাধারন সম্পাদক জাকির হোসন প্রমুখ।
মন্ডপ পরিদর্শন ব্যাপারে জেলা জামায়াতের শুরা সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, আমরা জনগণের অধিকার ও ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করি। সকল ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষদের নিয়ে আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। ধর্মের দোহাই দিয়ে সনাতন ধর্মালম্বীদের সাথে আমাদের বিভাজন করা সম্ভব নয়।
জামায়াতের কোন নেতা-কর্মী কোন হিন্দু ভাইদের জমি দখল বা তাদের সাথে অসদাচরণ করেছে এরকম কোন নজির নেই। আমরা চাঁদাবাজ ও দখলদার মুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই ।
তিনি আগামী নির্বাচনে দেশ ও জনগণের স্বার্থে যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্ব বেছে নেওয়ার জন্য সনাতনী ধর্মালম্বীদের প্রতি আহ্বান জানান।
