দাগনভূঁঞায় পূজার মঞ্চে বিএনপি ও জামায়াত নেতারা

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

ফেনীর দাগনভূঁঞায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একই মঞ্চে উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ডাঃ মোঃ ফখরুদ্দিন মানিক। সম্প্রতি উপজেলার ৮নং জায়লস্কর ইউনিয়নের হিরাপুর কালি বাড়ি পূজা মণ্ডপে এই ব্যতিক্রমী দৃশ্য দেখা যায়।

​সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজনৈতিক সম্প্রীতির বার্তা নিয়ে নেতারা মণ্ডপটি পরিদর্শনে যান। দেশের অন্যতম দুটি ভিন্ন রাজনৈতিক আদর্শের দলের শীর্ষস্থানীয় দুই নেতার একই মঞ্চে এই উপস্থিতি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ ও আলোচনার সৃষ্টি করেছে। উপস্থিত দর্শকদের অনেকেই এটিকে ইতিবাচক এবং সৌহার্দ্যের নিদর্শন হিসেবে দেখছেন।

​অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান, দাগনভূঁঞার বাসিন্দা ও বিশিষ্ট শিল্পপতি জনাব আব্দুল আওয়াল মিন্টুর সঙ্গে ছিলেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক এবং উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন। অন্যদিকে, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং ফেনী-৩ (দাগনভূঁঞা-সোনাগাজী) আসন থেকে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ মোঃ ফখরুদ্দিন মানিকের সাথে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের মজলিশে শুরার সদস্য মেসবাহ উদ্দিন সাঈদ, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সাইফুল ইসলাম এবং জামায়াত নেতা ওয়ালি উল্লাহ।

​এছাড়াও, ছাত্রদল নেতা সাইমুম হক রাজিবসহ বিএনপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন। দুই নেতার এই যৌথ উপস্থিতি আসন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন কোনো সমীকরণের ইঙ্গিত দিচ্ছে কিনা, তা নিয়ে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ