K.S.A ফুটবল টুর্নামেন্ট -২০২৫ ( সিজন-০১) এর চতুর্থ রাউন্ডের শেষ খেলা অনুষ্ঠিত

মোঃ ফারুক খাঁন,, শ্রীমঙ্গল।।

 

 

শ্রীমঙ্গল উপজেলাজুড়ে ব্যাপক সাড়া জাগানো K.S.A ফুটবল টুর্ণামেন্ট ২০২৫ (সিজন-০১)-এর চতুর্থ রাউন্ডের লীগ পদ্ধতির খেলা শেষে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে দক্ষিণ মুসলিম বাগ ফুটবল একাদশ (পয়েন্ট তালিকার শীর্ষে) এবং দ্বিতীয় দল হিসেবে সিরাজনগর ফুটবল একাডেমি।

আজকের চতুর্থ রাউন্ডের উত্তেজনাপূর্ণ শেষ খেলায় সিরাজনগর ফুটবল একাডেমি ৩-১ গোলে পরাজিত করে টুর্ণামেন্টের অন্যতম শক্তিশালী দল ইয়াং স্টার স্পোর্টিং ক্লাব, জালালিয়া রোডকে। খেলাটি উপভোগ করতে মাঠে কয়েক হাজার দর্শকের উপচেপড়া ভিড় ছিল, যা দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।

সাম্প্রতিক অতীতে কিংবা বর্তমান সময়ে স্থানীয় কোনো ফুটবল প্রতিযোগিতায় এ ধরনের ধারাবাহিক দর্শক সমাগম দেখা যায়নি। এর অন্যতম কারণ হলো দেশি খেলোয়াড়দের পাশাপাশি বিদেশি ফুটবলারদের অংশগ্রহণ। ইতিমধ্যে ৮ জন নাইজেরিয়ান খেলোয়াড় টুর্ণামেন্টে অংশ নিয়েছেন এবং ফাইনাল খেলায়ও একাধিক বিদেশি খেলোয়াড় খেলার সম্ভাবনা রয়েছে।

আজকের খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সিরাজনগর ফুটবল একাডেমির ফুটবলার মোহাম্মদ রুহান মিয়া। প্রতিটি খেলায় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার স্পন্সর করছেন বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া অনুরাগী -বিসমিল্লাহ গোস্তের দোকানের স্বত্বাধিকারী মতিউর রহমান মতিন। উল্লেখ্য, স্থানীয় খেলোয়াড়দের উৎসাহ ও অনুপ্রেরণা প্রদানের জন্য তিনি বিশেষভাবে সমাদৃত।

কালীঘাট রোড স্পোর্টস একাডেমির সভাপতি শিমুল আহমেদ দৃষ্টিনন্দন এই আয়োজনের সফলতায় সংশ্লিষ্ট সকল খেলোয়াড়, দর্শক এবং দলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশাবাদী সামনে অনুষ্ঠিত ফাইনাল খেলাটি হবে অত্যন্ত আকর্ষণীয় ও ক্রীড়া নৈপুণ্যে ভরপুর।

 

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ