
মোহাম্মদ আবু দারদা, ফেনী।
নগরায়নের নানা সংকট ও জীবনযাত্রার মানের পারস্পরিক সম্পর্ক উল্লেখ করে ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেছেন, “ফেনী শহরের সমস্যাগুলো আমাদের লাইফস্টাইল দিয়ে জয় করতে হবে।” বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সোমবার সকালে তিনি এই মন্তব্য করেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর, ২০২৫) সকালে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আয়োজিত ফ্রি হার্ট ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শহরের শিশুদের খেলাধুলার সুযোগের অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “স্কুল-কলেজের বাচ্চাদের কি দোষ দিবো। আমরা তাদের খেলাধূলার জন্য মাঠের ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছি।” তিনি আরও বলেন, ফেনী শহরে পাইলট স্কুলের মাঠ ছাড়া শিশুদের খেলার জন্য আর কোনো মাঠ নেই। জীবনযাত্রার পরিবর্তনের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “আমাদের সময় এতো রেস্টুরেন্ট ছিল না। এখন আমরা যেমনিভাবে খাবারের পেছনে টাকা খরচ করছি, তেমনিভাবে চিকিৎসার পেছনেও টাকা খরচ করছি।”
জেলা প্রশাসক শহরের স্বাস্থ্যগত অবস্থার একটি সূচক হিসেবে ড্রেনেজ ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “একটি শহরের ড্রেনেজ সিস্টেম ঐ শহরের স্বাস্থ্যগত অবস্থা নির্ণয় করার জন্য যথেষ্ট।” শহরের সংকট মোকাবেলায় নাগরিকদের ভূমিকার ওপর জোর দিয়ে তিনি বলেন, “ফেনীর সমস্যা ফেনীর মানুষকেই সমাধান করতে হবে।”
’প্রতিটি হৃৎস্পন্দনই জীবন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এই আলোচনা সভা ও ফ্রি হার্ট ক্যাম্পের আয়োজন করে। ফাউন্ডেশনের সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম এবং ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মো. বাতেন।
হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহ নেওয়াজ সিরাজ মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্চ ইনস্টিটিউটের সহ-সভাপতি অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া এবং সদস্য ডা. তবারক উল্যাহ চৌধুরী বায়েজিদ। বক্তারা হৃদরোগ প্রতিরোধে সচেতনতা এবং স্বাস্থ্যকর জীবনযাপনের ওপর গুরুত্বারোপ করেন।