ফেনী সীমান্তে বিজিবির মাদকবিরোধী অভিযানে সাফল্য, হুইস্কি জব্দ।

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় হুইস্কি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৭ সেপ্টেম্বর) গভীর রাত থেকে রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালের মধ্যে পরিচালিত এই অভিযানে আনুমানিক দুই লাখ পঞ্চাশ হাজার ৫০০ টাকা মূল্যের ১৬৭ বোতল হুইস্কি উদ্ধার করা হয়।

​ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিজিবির একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। মাদক চোরাচালানের জন্য ব্যবহৃত একটি স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় এই হুইস্কির বোতলগুলো জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

​জব্দ করা মাদকদ্রব্য ছাগলনাইয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ