ফেনীতে সেনাবাহিনীর পোশাকসহ ভূয়া মেজর গ্রেফতার।

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

ফেনীতে সেনাবাহিনী কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে ইসমাইল হোসেন পিন্টু (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর, ২০২৫) সন্ধ্যায় জেলার লেমুয়া ইউনিয়নের তেরোবাড়িয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে সেনাবাহিনীর পোশাক, ভুয়া পরিচয়পত্র, সিল এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, আটক ইসমাইল হোসেন পিন্টু নিজেকে সেনাবাহিনীর একজন কর্মকর্তা পরিচয় দিয়ে গত তিন মাস ধরে তেরোবাড়িয়া এলাকার নাসরিন আক্তার রিতু নামের এক তরুণীকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। তার আচরণ ও কথাবার্তায় রিতুর পরিবারের সন্দেহ হলে তারা বিষয়টি গোপনে বোগদাদিয়া তদন্ত কেন্দ্রকে জানায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও গোপন সংবাদের ওপর ভিত্তি করে বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক করার সময় তার পরনে সেনাবাহিনীর পোশাক ছিল।

​ফেনী জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমানের নির্দেশে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে পিন্টু স্বীকার করেন যে তিনি সেনাবাহিনীর কোনো কর্মকর্তা নন। দীর্ঘদিন ধরে তিনি এই ভুয়া পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে হয়রানি করে আসছিলেন। তিনি আরও জানান, তার ভাড়া বাসায় সেনাবাহিনীর আরও পোশাক ও সরঞ্জাম রয়েছে। এই তথ্যের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশের নেতৃত্বে ছাগলনাইয়া থানাধীন মধুপুর এলাকায় পিন্টুর ভাড়া বাসায় অভিযান চালানো হয়।

​অভিযানে বাসাটি থেকে দুটি ইউনিফর্ম সেট, দুটি জ্যাকেট, সেনাবাহিনীর লোগোযুক্ত টাউজার, একটি হেলমেট, এক জোড়া বুট, ‘BD ARMY’ লেখা দুটি গেঞ্জি, দুটি সাধারণ গেঞ্জি, একটি ব্যারেট ক্যাপ, একটি ফিল্ড ক্যাপ, একটি গুলির খোসা, পানির পট, বেল্ট, সেনাবাহিনীর ব্যক্তিগত প্রশিক্ষণ কার্ড লেখা একটি ডায়েরি, দুটি ব্যাজ, একটি গোল ব্যাজ এবং একটি মেডেল সেট উদ্ধার করা হয়। এছাড়াও ‘মোঃ ফজলুর রহমান, মেজর, বাংলাদেশ সেনাবাহিনী’ লেখা একটি সিল এবং ‘চট্টগ্রাম সেনানিবাস, বাংলাদেশ সেনাবাহিনী’ লেখা একটি গোল সিল ও একটি স্টাম্প প্যাড জব্দ করা হয়। তার ব্যবহৃত একটি ভাঙা মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

​প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক পিন্টু মূলত একজন প্রতারক। তিনি সেনাবাহিনীর পোশাক পরে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরীহ নারীদের লক্ষ্যবস্তু বানাতেন। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে টাকা-পয়সা হাতিয়ে নিতেন।

​এই ঘটনায় ফেনী মডেল থানায় ইসমাইল হোসেন পিন্টুর বিরুদ্ধে দণ্ডবিধির ১৮৬০ এর ১৭০ ও ১৭১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ৬২, তারিখ-২৭/০৯/২০২৫। মামলাটির তদন্তের ভার উপ-পরিদর্শক (এসআই) সুবল চন্দ্র নাথের ওপর অর্পণ করা হয়েছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ