ভারত থেকে তিন বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বিভিন্ন সময়ে আটক হওয়া তিন বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ফেনী সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। ফেরত আসা ব্যক্তিরা হলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার আব্দুল আহাদ এবং ফেনী সদর উপজেলার মোহাম্মদ জাহাঙ্গীর আলম মুন্না ও নুরুল করিম।

​ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) একটি সূত্র জানায়, ফেরত আসা দুজনের মধ্যে মোহাম্মদ জাহাঙ্গীর আলম মুন্না (৩৪) এবং নুরুল করিম (৩৮) গত মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, আনুমানিক বেলা ১১টার দিকে সুভাষ নামের একজন দালালের মাধ্যমে মুহুরী নদী পার হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরদিন বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, সকালে ভারতের আগরতলা রেলওয়ে স্টেশন থেকে বিএসএফ সদস্যরা তাদের আটক করে। অন্যদিকে, নোয়াখালীর আব্দুল আহাদ আগে থেকেই অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন। গত ২২ আগস্ট ২০২৫ তারিখে ভারতের ১২১ ব্যাটালিয়ন বিএসএফ তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য বিজিবির কাছে একটি প্রস্তাবনা পাঠিয়েছিল।

​প্রথমে আব্দুল আহাদের পরিচয় হাসান মন্ডল হিসেবে জানানো হলেও পরবর্তীতে স্থানীয় পুলিশের মাধ্যমে যাচাই করে তার প্রকৃত পরিচয় নিশ্চিত করা হয়। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার রামপুর গ্রামের দ্বারবক্স হাজী বাড়ির বাসিন্দা এবং তার পিতার নাম আবুল বাসার ও মাতা আনোয়ারা বেগম।

​বিজিবির কাছে হস্তান্তরের পর আইনি প্রক্রিয়া সম্পাদনের জন্য আব্দুল আহাদকে ছাগলনাইয়া থানায় এবং মোহাম্মদ জাহাঙ্গীর আলম মুন্না ও নুরুল করিমকে পরশুরাম থানায় হস্তান্তর করা হয়েছে।

​ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) জানিয়েছে, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, মাদকদ্রব্যের অবৈধ পাচার, চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে তাদের অভিযানিক ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ