ফেনী-৩ আসনকে মডেল বানানোর প্রতিশ্রুতি: ডা. মানিক

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী – দাগনভূঁইয়া) আসনের মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বেছে নিতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন দলটির মনোনীত প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর একটি রেস্টুরেন্টে ‘সোনাগাজী ফোরাম ঢাকা’ আয়োজিত এক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি নির্বাচিত হলে আসনটিকে একটি ‘মডেল’ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

​নিজের নির্বাচনী প্রচারণার অভিজ্ঞতা এবং দলের অতীত কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে ডা. মানিক তার জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, জামায়াতের সাবেক দুই নেতা মতিউর রহমান নিজামী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদ কৃষি ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর সেগুলোকে দেশের মানুষের কাছে মডেলে রূপান্তর করেছিলেন। তিনি দাবি করেন, তাদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির কোনো প্রমাণ মেলেনি। সেই ধারাবাহিকতায় সুযোগ পেলে ফেনী-৩ আসনকেও একটি মডেল হিসেবে প্রতিষ্ঠা করা হবে বলে তিনি উল্লেখ করেন।

​ডা. ফখরুদ্দিন মানিক আরও বলেন, “দীর্ঘদিন ধরে আমরা সোনাগাজী-দাগনভূঁইয়ার গ্রামে গ্রামে চষে বেড়াচ্ছি। মানুষের সঙ্গে কথা বলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, সাধারণ মানুষের পক্ষ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। আসন্ন নির্বাচনে ফেনী-৩ আসনে দাঁড়িপাল্লা মার্কার বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ।” ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের উদাহরণ টেনে তিনি আশা প্রকাশ করেন, দেশের শিক্ষিত সমাজ যেভাবে ছাত্রশিবিরকে বেছে নিয়েছিল, সেভাবে জাতীয় নির্বাচনেও জনগণ জামায়াতকে নির্বাচিত করবে।

​সোনাগাজী ফোরাম ঢাকার সভাপতি ইব্রাহিম বাহারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় এই সভায় আরও উপস্থিত ছিলেন ফেনী-৩ আসনে ডা. ফখরুদ্দিন মানিকের নির্বাচন পরিচালনা কমিটির ঢাকার সমন্বয়ক এম ছাখাওয়াত হোসেন, ফোরামের সহসভাপতি মনির উদ্দিন মনি, মাওলানা জয়নাল আবদীন খান এবং সাংগঠনিক সম্পাদক গাজী শাখাওয়াত হোসেনসহ অন্যান্যরা।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ