
আলিফ মাহমুদ কায়সার, কুমিল্লা ।।
কুমিল্লা চান্দিনার দোল্লাই নবাবপুর আহসান উল্যাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহারুল ইসলাম এর চাকুরি থেকে অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। গত ২২ সেপ্টেম্বর ২০২৫ সুদীর্ঘ ৩৩ বছরের কর্মযজ্ঞের ইতি টানেন তিনি। তার কর্মযজ্ঞকে শ্রদ্ধা জানাতে ২২ সেপ্টেম্বর সোমবার সকালে উক্ত বিদ্যালয়ের মিলনায়তনে প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনার আয়োজন করেন উক্ত বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগণ।
এসময় উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহজাহান সাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক
আবদুল মান্নান বিএসসি বিএড।
এসময় শিক্ষক দুলাল চন্দ্র কর্মকার ও হালিম মজুমদার এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে স্মৃতিচারন করেন দোল্লাই নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ শাহজাহান,সাবেক চেয়ারম্যান সাহাবউদ্দিন মাষ্টার,ব্যবসায়ী জাকির হোসেন আজাদ, সমাজসেবক শাহাদাত হোসেন মজুমদার, প্রফেসর ফয়েজ আবদুল্লাহ, প্রধান শিক্ষক রৌশন আরা আক্তার, প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, ব্যবসায়ী জাকির হোসেন চৌধুরী।এসময় উপস্থিত ছিলেন সহকারি প্রধান শিক্ষক খোরশেদ আলম,শামীম হোসেন, আশেক এলাহী, আনোয়ার হোসেন, রনজিত কর্মকার, সেলিম মেম্বার, সকল শিক্ষক,প্রাক্তন শিক্ষার্থী ও গণ্যমাণ্য ব্যক্তি প্রমুখ।
বিদায় অনুষ্ঠানে বক্তারা স্মৃতিচারণ করে বলেন- সততা,মানবিকতা এবং দক্ষতার যে দৃষ্টান্ত তিনি রেখে গেলেন তা মাধ্যমিক শিক্ষা পরিবার আজীবন লালন-পালনের চেষ্টা করবেন। এ সময় বক্তারা বিদায়ী মোজাহারুল ইসলামের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।সিরাজগন্জ জেলার উল্যাপাড়া সদরে জম্মগ্রহন করে পারিবারিক জীবনে ১ ছেলে, ১ মেয়ে ও স্ত্রীকে নিয়ে সফল ব্যক্তি প্রধান শিক্ষক ১৯৯৩ সালের ২৬ জুন চাকুরী জীবন শুরু করে ৩৩ বছর কর্মজীবনের বিভিন্ন সময় ১৭ বছর অত্র বিদ্যালয়ে কর্মরত থেকে অবসর গ্রহন করেন।