বিএনপি ক্ষমতায় এলে খেলাধুলা বাধ্যতামূলক হবে: আমিনুল হক

হবিগঞ্জ থেকে মোঃ মিজানুর রহমান:

​হবিগঞ্জের চুনারুঘাট পৌর এলাকার ডিসিপি হাই স্কুল মাঠে মঙ্গলবার বিকেলে এক প্রীতি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উৎসবমুখর এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মিরপুর সোনালী অতীত ক্লাব এবং হবিগঞ্জ সোনালী অতীত ফুটবল একাদশের মধ্যকার এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক ঘোষণা দেন, তাদের দল রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দেশের সব পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে।

​আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধিই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। বিকেল ৩টায় শুরু হওয়া ম্যাচটি উপভোগ করতে মাঠের চারপাশে উৎসুক দর্শকদের ঢল নামে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় হবিগঞ্জ সোনালী অতীত ফুটবল একাদশ ১-০ গোলে ঢাকা মিরপুর সোনালী অতীত ক্লাবকে পরাজিত করে। তবে খেলার ফলাফলকে ছাপিয়ে আলোচনায় মুখ্য হয়ে ওঠে বিএনপির ক্রীড়া নীতি বিষয়ক ভবিষ্যৎ পরিকল্পনা।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি জাতিকে সুস্থ, সচেতন ও সুশৃঙ্খলভাবে গড়ে তোলার অন্যতম হাতিয়ার। বিএনপি ক্ষমতায় গেলে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে।” তিনি আরও যোগ করেন, “একটি জাতিকে উন্নত করার জন্য প্রয়োজন সুস্থ-সবল তরুণ সমাজ। খেলাধুলা তরুণদের মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, গ্রাম ও শহরে খেলাধুলার সুযোগ সৃষ্টি করা হবে।”

​এই আয়োজনে একটি মানবিক উদ্যোগও মনোযোগ কাড়ে। চুনারুঘাট ফুটবল একাডেমির উদীয়মান খেলোয়াড়, মিরাশি ইউনিয়নের সাত্তালিয়া গ্রামের হতদরিদ্র রজব আলীর ছেলে জোনেল আহমেদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা ও ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। আমিনুল হক বলেন, “দেশের প্রতিটি প্রান্ত থেকে জোনেলের মতো প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের যথাযথ মূল্যায়ন করা হবে। ক্রীড়া ক্ষেত্রকে এগিয়ে নিতে বিএনপি সব ধরনের অবকাঠামোগত সহযোগিতা করবে।”

​অনুষ্ঠানের সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ্ব জি কে গউছ তার বক্তব্যে বলেন, “বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্রীড়াক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। তাঁরই আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা বিশ্বাস করি, প্রতিটি গ্রাম থেকে শুরু করে রাজধানী পর্যন্ত খেলাধুলাকে ছড়িয়ে দিতে হবে। তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করলে তারা সুস্থ দেহ-মন নিয়ে আগামী দিনে দেশের নেতৃত্ব দিতে পারবে।”

​খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য জাহেদ পারভেজ চৌধুরী, কেন্দ্রীয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম, চুনারুঘাট উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহিম তালুকদার শ্যামল এবং সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল করিম সরকার। এছাড়া আরও উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মোজাম্মেল হক চৌধুরী, সদস্য সচিব লুৎফুর রহমান জালাল, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, সেক্রেটারি সাজিদুল ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান আরিফ এবং জাতীয় ভলিবল দলের খেলোয়াড় আব্দুল মোমেন সাদ্দাম।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ