আহত ব্যবসায়ীর পাশে এফবিসিসিআই সদস্য মেসবাহ উদ্দিন সাঈদ

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

ফেনীর দাগনভূঞা উপজেলার সিলোনীয়া বাজারে ছিনতাইয়ের ঘটনায় আহত ব্যবসায়ী আজাদের পাশে দাঁড়িয়েছেন ব্যবসায়ী নেতারা। বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, দুপুরে বিশিষ্ট ব্যবসায়ী ও এফবিসিসিআই সদস্য মেসবাহ উদ্দিন সাঈদ আহত আজাদকে তার বাড়িতে দেখতে যান। এসময় তিনি এই হামলার তীব্র নিন্দা জানান এবং ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করেন।

​ঘটনার পর থেকে স্থানীয় ব্যবসায়ী মহলে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বোধ কাজ করছে। এই পরিস্থিতিতে আহত ব্যবসায়ী ও তার পরিবারকে সহমর্মিতা জানাতে এবং সম্প্রদায়ের পাশে থাকার বার্তা দিতেই এই পরিদর্শন বলে জানা যায়। মেসবাহ উদ্দিন সাঈদ এই ঘটনাকে “দুঃখজনক” হিসেবে উল্লেখ করে আহত ব্যবসায়ীর পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করে অপরাধীদের গ্রেফতার করতে হবে।

​এই পরিদর্শনের সময় মেসবাহ উদ্দিন সাঈদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী জনাব মোঃ ফখরুল ইসলাম মামুন, জামায়াত নেতা মাওলানা ওয়ালী উল্লাহ, নজরুল ইসলাম এবং স্থানীয় শিবির নেতা তানভীর বিন মিশকাতসহ সিলোনীয়া বাজারের অন্যান্য ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত ব্যবসায়ী নেতারাও এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।

​উল্লেখ্য, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর সদস্য এবং দাগনভূঞা কল্যাণ পরিষদের চেয়ারম্যান হিসেবে মেসবাহ উদ্দিন সাঈদ দায়িত্ব পালন করছেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ