
মোহাম্মদ আবু দারদা, ফেনী।
ফেনী জেলার স্বাস্থ্যসেবার সার্বিক মানোন্নয়ন এবং আসন্ন টাইফয়েড টিকাদান কর্মসূচি সফল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদানের মধ্য দিয়ে সিভিল সার্জন কার্যালয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর, ২০২৫) দিনের বেলায় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় জেলার স্বাস্থ্য বিভাগের সকল স্তরের কার্যক্রম নিবিড়ভাবে পর্যালোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ফেনী জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম। সভায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং মাঠ পর্যায়ের স্বাস্থ্যসেবা কার্যক্রমের বর্তমান চিত্র ও অগ্রগতি তুলে ধরা হয়। সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পর উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম স্বাস্থ্যসেবার মান আরও উন্নত ও জনবান্ধব করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সেবার ক্ষেত্রে যেকোনো প্রতিবন্ধকতা দূর করে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
আসন্ন টাইফয়েড কনজুগেট ভ্যাকসিনেশন (টিসিভি) ক্যাম্পেইনকে সফল করতে সভায় বিশেষ আলোচনা হয়। এই কর্মসূচিতে জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে রেজিস্ট্রেশনের হার কীভাবে বৃদ্ধি করা যায়, সে বিষয়ে কার্যকর কর্মকৌশল গ্রহণের জন্য সিভিল সার্জন সুস্পষ্ট নির্দেশনা দেন। টিকাদান কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে শিশু স্বাস্থ্য সুরক্ষায় ফেনী জেলা যেন অগ্রণী ভূমিকা পালন করতে পারে, সে বিষয়ে তিনি সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলার সকল উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসারগণ, ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিলেন্স অফিসার, সকল উপজেলার রোগনিয়ন্ত্রণ মেডিকেল অফিসার, নার্সিং সুপারভাইজার, পরিসংখ্যানবিদ, এমটি ইপিআই, স্বাস্থ্য পরিদর্শক এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিগণ।