ব্র্যাক ব্যাংকের এমডি সঙ্গে এজেন্টদের মতবিনিময়

নিজস্ব সংবাদদাতা :

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. তারেক রেফাত উল্লাহ খানের সঙ্গে ব্যাংকের নোয়াখালী অঞ্চলের এজেন্ট ব্যাংকিং চ্যানেলের প্রতিনিধিরা এক শুভেচ্ছা বিনিময় সভায় মিলিত হয়েছেন। গত মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, রাজধানীর অনিক টাওয়ারে অবস্থিত ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় এজেন্টরা নতুন দায়িত্ব গ্রহণের জন্য ব্যবস্থাপনা পরিচালককে একটি সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে শুভেচ্ছা জানান।

​আয়োজিত এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল তৃণমূল পর্যায়ে এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলোর সেবার মান আরও উন্নত করা, ব্যাংক শাখা থেকে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিতকরণ এবং এই চ্যানেলকে ভবিষ্যৎ এ আরও কার্যকর ও সমৃদ্ধ করার বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক আলোচনা করা। আলোচনায় এজেন্টরা তাদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন এবং চ্যানেলটির সার্বিক বিকাশে বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপনা করেন।

​ব্যবস্থাপনা পরিচালক মো. তারেক রেফাত উল্লাহ খান এজেন্টদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং চ্যানেলটির উন্নয়নে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “এজেন্ট ব্যাংকিং বাংলাদেশের আর্থিক অন্তর্ভুক্তির অগ্রদূত এবং এর বিকাশে সকল স্তরের সহযোগিতা নিশ্চিত করা হবে।” তিনি আরও উল্লেখ করেন যে, এই চ্যানেলকে শক্তিশালী করার মাধ্যমে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া সহজ হবে।

​অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিপার্টমেন্টের প্রধান মো. নাজমুল হাসান, চট্টগ্রাম রিজিয়নের রিজিওনাল কো-অর্ডিনেটর কামরুল হাসান এবং বরিশাল রিজিয়নের কো-অর্ডিনেটর মো. ফয়সাল ইসলাম।

​নোয়াখালী রিজিয়নের এজেন্টদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কবিরহাট আউটলেটের এজেন্ট মো. মমিনুল হক; দাউদকান্দি, ভবেরচর ও গোয়ালমারি আউটলেটের মাস্টার এজেন্ট কামাল হোসেন; ছাগলনাইয়া ও ফুলগাজী আউটলেটের মাস্টার এজেন্ট জিয়াউল হক; কানকিরহাট ও সেনবাগ আউটলেটের মাস্টার এজেন্ট মো. মিজানুর রহমান; মহিপাল ও সিলোনিয়া আউটলেটের মাস্টার এজেন্ট জসিম উদ্দিন ফরায়েজী; ছাতারপাইয়া আউটলেটের এজেন্ট ইমাম হোসেন; সোমপাড়া আউটলেটের এজেন্ট এএম মামুন; পালেরহাট আউটলেটের এজেন্ট ফিরোজ আলম; নুরু পাটোয়ারী হাট আউটলেটের এজেন্ট মো. রায়হান এবং বক্তার মুন্সি আউটলেটের প্রতিনিধি মঞ্জুরুল আলম।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ