ভারতীয় হুইস্কি ও গাঁজা সহ দাগনভূঞায় আটক ১

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

ফেনীর দাগনভূঞা উপজেলায় একটি সিএনজি অটোরিকশায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার রাতে, উপজেলার মাতুভূঞা ইউনিয়নের বেকের বাজার এলাকা থেকে মো: শাকিল (২৭) নামের যুবককে আটক করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচারের খবর পেয়ে দাগনভূঞা থানা পুলিশের একটি দল ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বেকের বাজার এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। এ সময় সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য পাওয়া যায়। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ৭৫ বোতল ভারতীয় হুইস্কি, ৫ বোতল ভদকা এবং ৪ কেজি গাঁজা।

​আটক মো: শাকিল পার্শ্ববর্তী ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের কমুয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে বলে শনাক্ত করা হয়েছে।

​এ বিষয়ে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদ পারভেজ জানান, আইন-শৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে মাদক নিয়ন্ত্রণে পুলিশ অব্যাহত কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে এই মাদকের চালান জব্দ করে এবং চালানে জড়িত একজনকে আটক করতে সক্ষম হয়।

​এই ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ