
মোহাম্মদ আবু দারদা, ফেনী।
ফেনীর দাগনভূঞা উপজেলায় একটি সিএনজি অটোরিকশায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার রাতে, উপজেলার মাতুভূঞা ইউনিয়নের বেকের বাজার এলাকা থেকে মো: শাকিল (২৭) নামের যুবককে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচারের খবর পেয়ে দাগনভূঞা থানা পুলিশের একটি দল ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বেকের বাজার এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। এ সময় সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য পাওয়া যায়। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ৭৫ বোতল ভারতীয় হুইস্কি, ৫ বোতল ভদকা এবং ৪ কেজি গাঁজা।
আটক মো: শাকিল পার্শ্ববর্তী ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের কমুয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে বলে শনাক্ত করা হয়েছে।
এ বিষয়ে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদ পারভেজ জানান, আইন-শৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে মাদক নিয়ন্ত্রণে পুলিশ অব্যাহত কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে এই মাদকের চালান জব্দ করে এবং চালানে জড়িত একজনকে আটক করতে সক্ষম হয়।
এই ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।